সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পদ্মা সেতুতে এবার একদিনে টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ২৪ ঘণ্টায় ৪ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০ টাকা টোল আদায় হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেতুতে এই পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার পদ্মা সেতুর দুইপ্রান্ত হয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয়। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে ১৩ হাজার ২৪০টি যানবাহন পাড়ি দেয়। এতে এক কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা টোল আয়। আর মাওয়া প্রান্ত হয়ে ২৯ হাজার ৮৯৭টি যানবাহনে দুই কোটি ৭০ লাখ ৪০০ টাকা টোল আদায় হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী। তার ভাষ্য, এটিই এ পর্যন্ত সর্বোচ্চ টোল আয়। এর আগে, দ্বিতীয় সর্বোচ্চ টোল চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আদায় হয়েছিল গত বছরের ৭ জুলাই। সেদিন পাড়ি দিয়েছিল ৩১ হাজার ৭২৩টি যানবাহন। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ টোল আদায় হয় সেই বছরের ২১ এপ্রিল। ওই দিন ৩৫ হাজার ৫২৪টি যানবাহন পারাপারে আদায় হয় তিন কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার টোল।
এই কর্মকর্তা আরও যোগ করেন, এর মধ্যে পদ্মা সেতুর টোল আয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত টোল আয় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। মোট পাড়ি দিয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি যানবাহন।