সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আরশাদ আলী মোড়লের পুত্র খায়রুল ইসলাম মোড়ল (২৫) কে কুমিরে ধরেছে। কোন খোজ পাওয়া যায়নি।
জানা যায়, ২৭জুন রোজ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এই ঘটনা গঠে। প্রতিদিনের ন্যায় ওই এলাকার আরো দু’যুবক মোট তিন যুব এক সাথে নদীতে টানা জাল নিয়ে মাছ ধরতে যায় এমন সময় ঠিক রাত ৮ টার পরে খায়রুল ইসলামকে কুমিরে ধরে নিয়ে যায়। তার সাথে থাকা বুলবুল ও সন্তোষ নামের দু যুবকের ভাষ্য অনুযায়ী, বুলবুল ছিলো সুন্দর বন জঙ্গলের গায়ে (মালের গায়ে) অপর যুবক সন্তোষ কুমার ছিলো নৌকার উপর এবং এই খায়রুল ছিল নদীতে।
বুলবুল ও সন্তোষ জানান, তারা দু’জন পরিষ্কার ভাবে দু’জন দেখেছেন যে, কুমিরে খায়রুলকে ধরেছে। এবং সাথে সাথে চিৎকার করে দু‘জন লোকজন জড়ো করেন। এখনও শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসি ও পরিবারের লোকজনের পক্ষ থেকে খায়রুল ইসলামকে উদ্ধারের জন্য খোঁজাখুজি চলছে।