• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

পূবাইল থানার পাশে মহিলা কাউন্সিলরের বাড়িতে চুরি

এসও টুটুল : / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মাত্র ৫-৭শ মিটারের দূরত্বে থানার উত্তর পাশে স্থানীয় আ’লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ ও নবনির্বাচিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত আটদিনের ব্যবধানে থানার আশেপাশের এলাকায় দুটি বাড়ি ও একটি স্যানেটারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাদ যায়নি মহানগর আ’লীগ নেতা ও নবনির্বাচিত মহিলা কাউন্সিলরর হোসনে আরা সিদ্দিকী জুলিও। জুলির বাড়ির শোয়ার ঘর থেকে নগদ ৭ হাজার টাকা, নিজের এন আইডি কার্ড মূল্যবান কাগজপত্রসহ ভ্যানিটি ব্যাগ, মিরের বাজার চৌরাস্তায় মারফত সেনেটারীর নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ও ঠিক থানার উত্তর পাশে আ’লীগ নেতা মাসুদের বাড়িতে মোটর সাইকেল চুরিসহ তিন তিনটি দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।কোনভাবেই পূবাইলে থামছেনা চুরি ছিনতাই ও ডাকাতির মত ঘটনা। সিসি ক্যামেরা, উঠান বৈঠক ও গণসচেতনতা কোন কিছুই উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছেনা চুরি ছিনতাই ডাকাতি ঠেকাতে। এমনই প্রশ্ন এলাকাবাসীর। পুলিশ কর্মকর্তারা বলছেন লোকবল, যানবাহন ও লাগাতার ডিউটি অনেকাংশে কাঙ্ক্ষিত সফলতা আসছেনা।
শনিবার দিবাগত রাত অনুমানিক ৩টার দিকে আ’লীগ নেতা মাসুদের বাড়ির নিচতলার কলাপসিবল গেটের তালা ভেঙে পালসার ১৫০ সিসি (ঢাকা মেট্রো-ল-৬০-২৩৮৭ মোটরসাইকেলটি নিয়ে যায় দূর্বৃত্তরা। মোটরসাইকেলে লাগানো লোকেশান ট্রাকারে গাজীপুর জেলার কালীগঞ্জ প্রান্ত ঘোড়াশাল ব্রীজ পর্যন্ত দেখা গেছে ভোর ৪টার দিকে। তার পর থেকে আর হদিস পাওয়া যাচ্ছেনা।
এ বিষয়ে স্থানীয় আ’লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ যুগান্তরকে জানান আমার বাড়ির ভাড়াটিয়া ফয়েজ আহমেদ মিরের বাজার এনআরবিসি ব্যংকে কর্মরত মোটরসাইকেলের মালিক।তিনি বাদী হয়ে পূবাইল থানায় একটি চুরির মামলা করেছেন। থানার পাশে আমার বাড়িতে নতুন এতগুলো তালা ভেঙে দুর্র্ধষ চুরির ঘটনায় আমি হতবাক। স্থানীয় নবনির্বাচিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি জানান,আপন চোর, ছেঁচড়া চোর, পাতিচোর, গাড়ি চোর, গরুচোর,ভাঙারি চোর, বাড়ির সামনের সৌর বিদ্যুতের ব্যাটারি চোর কোন চোরের হাত থেকে বাঁচতে পারছিনা।চোরের নেটওয়ার্ক আমাকে ঘিরে রেখেছে।আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতা জোরদার করতে হবে। মারফত সেনেটারির মালিক উজ্জ্বল জানান আমি নিস্ব হয়ে গেছি।ঝামেলা মনে করে থানায় যায়নি।
গাজীপুর মহানগর সহকারী উপ পুলিশ কমিশনার মাকছুদুর রহমান জানান, অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category