• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিষাক্ত মদ পানে ইরানে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইরানের আলবোর্জ প্রদেশে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ১৮০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বুধবার (২১ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি বলেন, মদ পানের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।
তিনি বলেন, প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং একটি কসমেটিক কারখানা থেকে ৬ হাজার লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। তথ্যসূত্র : এএফপি ও জিও টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category