• বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ডিআইজি মিজানসহ ৪ জনের সম্পদের মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক : / ২৮ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চার জনের মামলার রায়ের দিন আজ ধার্য রয়েছে।
বুধবার (২১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত এ রায় ঘোষণা করবেন।
রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এদিকে দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে তারা খালাস পাবেন বলে আশা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।
গত ৫ জুন দুদক এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ধার্য করেন।
এরআগে ২৪ মে দুদকের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। ডিআইজি মিজানসহ চার জনের পৃথক তিন ধারায় সর্বোচ্চ সাজা ২৫ বছরের কারাদণ্ড দাবি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
গত ১৪ মে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ডিআইজি মিজান, তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থণা করেন। মামলায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রতœা পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নেননি। তারপক্ষে যুক্তিতর্কও উপস্থাপন করা হয়নি।
এরআগে মামলাটিতে চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, গত বছর ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালদ-৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category