সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
মঙ্গলবার (২০ জুন) বিকেল চারটার কিছু আগে নির্বাচন কমিশনে আপিল করেন আলোচিত এই ইউটিউবার।
এর আগে ঢাকা মেইলকে হিরো আলম বলেছিলেন, কোনো কারণে আপিল খারিজ হলে হাইকোর্টে রিট করব। হিরো আলমের প্রত্যাশা বগুড়ার মতো তিনি উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পাবেন।
গত রোববার (১৮ জুন) দুপুরে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করার কথা জানান ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
হিরো আলমের মনোনয়ন বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানিয়েছেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি হিরো আলম।
রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল করার কথা জানানো হয়।