সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের ডাকের পাড়া গ্রামে জমিজমার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহতের ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯ জুন,২৩ তারিখ (সোমবার) বিকাল ৪.৩০ মিনিটে প্রতিপক্ষ লেবু মিয়ার (৩৮) (পিতা: মোন্নাফ মিয়া, গ্রাম: পার আমলাগাছী) নেতৃ্ত্েব ৬/৭ জনের একটি দল লাঠি, রড, পাইপ ইত্যাদি নিয়ে প্রতিপক্ষ খাজা ময়েন উদ্দীনের বসতবাড়ীতে হামলা করেন।
এই হামলায় ময়েন উদ্দীনের স্ত্রী জেলেখা বেগম, ছোট ছেলে সুমন আল মাহমুদ, বড় ছেলে সহ: অধ্যাপক- শাহীন আল মাহমুদ ও ভাতিজা জান্নাতুন নাঈমকে এলোপাতাড়ি মারপিট করে মারাত্মক ভাবে জখম করে। আহতদের আর্তনাদে এলাকাবাসী এসে অভিযুক্ত লেবুকে আটক করে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আহতদের উদ্ধার এবং হামলায় নেতৃত্ব দানকারী লেবুকে গ্রেফতার করেন।
বর্তমানে সুমন আল মাহমুদ মারাত্মক ভাবে আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে এবং অপর তিনজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই ব্যাপারে পলাশবাড়ী থানায় লেবু মিয়া সহ ৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা মামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।