সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে বজ্রপাতে ৩ জন মারা গেছে। রোববার উপজেলার পৃথক পৃথক এলাকায় সংগঠিত বজ্রপাতে ৩ কর্মজীবির করুন মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার সকাল ৭ টার দিকে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কাকড়া বুনিয়া গ্রামের আজিজুল শেখ (৬২) নিজ বাড়ীর অদুরে রাস্তায় কাজ করার সময় বজ্রপাতে মারা যায়। সে ওই গ্রামের মৃঃ আঃ ছাত্তার শেখের পুত্র। বেলা সাড়ে ৯ টার দিকে কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের পুত্র সুজিত মন্ডল (৩৭) নদীতে চিংড়ী পোনা আহরণ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ১ নারীসহ অপর ৩ জন গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা আশংকামুক্ত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে বেলা ১২ টার দিকে বটবুনিয়া বাজার সংলগ্ন ঢাকী নদীতে থাকা ট্রলারে খোরশেদ শেখ (৬০) নামের এক বাঁশ ব্যবসায়ী মারা গেছে। বজ্রপাতের শিকার হলে তাকে দ্রুত দাকোপ উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। মৃত্যু খোরশেদ শেখ পাইকগাছা উপজেলার সোনাতন কাটি গ্রামের মৃঃ রহিমবক্সের পুত্র। ঘটনার সময় সে অন্যান্য সহযোগীদের নিয়ে বাঁশ বিক্রির জন্য সেখানে ট্রলারে অবস্থান করছিল।