সবুজবাংলা২৪ডটকম, জামালপুর : জামালপুর জেলার চর সগুনা, মেলান্দহ উপজেলার একই পরিবারের সন্তান মোঃ মনজরুল ইসলাম ও মোঃ মতিউর রহমান। তাদের বাবা মোঃ ইমান আলী ও মা মোছাঃ ফুলমতি বেগম। তারা দুই জনই একই মায়ের সন্তান এমন তথ্য দিয়ে জাতীয় পরিচয় পত্রেও জন্ম তারিখ দেখা যায়। তথ্য নিয়ে জানা যায় তারা একই মায়ের সন্তান হলেও তাদের বয়সের ব্যাবধান ২০ দিনের। অনুসন্ধানে জানা যায়, তার জাতীয় পরিচয় পত্রে মো: মনজরুল ইসলামে জন্ম ৩০ জুন ১৯৮০ইং (জাতীয় পরিচয় পত্র নং-৯১২৭৮৮৪১০৫) এবং তারই ভাই মোঃ মতিউর রহমান তার জন্ম ১০ জুন ১৯৮০ইং (জাতীয় পরিচয় পত্র নং-২৩৫২৩৯৪৬৪৩)। তথ্য নিয়ে জানা যায় তারা দুই জনই এইচএসসি পাস। এদিকে মেলান্দহ এলাকাবাসী জানায় একই মায়ের গর্ভে কিভাবে ২০ দিনে ছোট-বড় সন্তান হয়? তাদের কথা মনজুরুল ইসলাম ও মতিউর রহমান তারা তো আর একই মায়ের গর্ভে জমজ সন্তান না তাহলে ২০ দিনে বয়সের ব্যবধান কি ভাবে হয়। এই দুই ভাইয়ের সম্পর্কে তথ্য নিয়ে জানতে পারা যায়, এদের মধ্যে মো:মতিউর রহমান সেনাবাহিনীর একজন সদস্য পদে চাকরিরত এবং মো: মনজুরুল ইসলাম মেলান্দহের চরসগুনায় এসিএস হাইস্কুলে (এমপিও-ভুক্ত) চাকরিরত আছেন। তারা দুইজনই সরকারি চাকরির জন্য সঠিক জন্ম তারিখ না দিয়ে জাতীয় পরিচয় পত্র করে নিজেদের চাকরি বয়স কমিয়েছিলেন বলে গোপন সুত্রে জানতে পারা যায়। তাদের সম্পর্কে আরো জানা যায়, তার এলাকায় অনেক সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাদের লোকজন দিয়ে হুমকি-ধামকি দিয়ে থাকে। এদিকে মোখলেছুর রহমান এক ব্যক্তি মিজানুর রহমানে জমি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছে এর পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ২০২৩ইং সকাল ১০ টায় মিজানুর রহমান তার জমি থেকে দখলদারদের উচ্ছেদের জন্য মিজান সাহেব লোকজন নিয়ে আসে। এমন মিথ্যা তথ্য দিয়ে গত ২৩ জানুয়ারি ২০২৩ইং মতিউরহমান ও মো: মনজুরুল ইলামের সহযোগিতায় মোখলেছুর রহমান জামালপুর মেলান্দহ থানায় মিজানের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি (জিডি নং-৫২) করে। এঘটনার প্রেক্ষিতে থানার তদন্ত কর্মকর্তা অরুন কুমার দাশ ঘটনাস্থলে যেয়ে সত্যতা না পেয়ে ফিরে আসেন এবং তদন্ত প্রতিবেদন মিজানুর রহমানের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি সম্পুর্ন মিথ্যা। এভাবেই মো: মতিউর রহমান ও তার ভাই মো: মনজুরুল ইসলাম এভাবেই এলাকার সাধারণ মানুষদের বিরদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন একের পর এক। ইতোমধ্যে এদের বিরুদ্ধে গত ২৪ জানুয়ারি ২০২৩ইং দৈনিক নবতান পত্রিকায়ও একটি প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এদের বিরুদ্ধে এলাকার অসহায়দের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপরাধে তারা দুই ভাই লিপ্ত,এদের যড়যন্ত্রে কবল থেকে এলাকাবাসী রেহায় চায়।