সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁয় একটি দিঘি থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর দিঘির পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সকালে দিঘিতে স্থানীয় এক ব্যক্তি মাছের খাবার দিতে যায়। মাছের খাবার দেওয়ার এক পর্যায়ে দিঘিতে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ গাজিউর রহমান, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফৌজিয়া হাবিব খান। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ, ফয়সাল বিন আহসানসহ সিআইডি, পিবিআই উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্ত করার চেষ্টা চলমান।
সত্যতা নিশ্চিত করে ওসি ফয়সাল বিন আহসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্ত করার কাজ করছে চলমান। তবে এখনও ওই নারীর কোন নাম পরিচয় জানা যায়নি তবে পরিচয় জানার চেষ্টা চলছে। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।