সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিনিয়ত ভূমি আইন লংঙ্ঘণ করে রয়েছে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে ভূমির শ্রেণি ও আকার পরিবর্তনের মতো একই অপরাধ। উপজেলার হরিরামপুর ইউনিয়নের শঙ্করগঞ্জ ঘাট ও ক্রোড়গাছা এলাকায় পাঁচটি পয়েন্ট থেকে ব্রীজের নিচ ও ফসলি জমি থেকে বালু উত্তোলন চলছে। ভূমি আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন কানুনের তোয়াক্কা না করে ম্যানেজ প্রক্রিয়ায় এসব জমির আকার ও শ্রেণি পরিবর্তন করে নির্বিচারে বালু নিয়ে যাচ্ছে এ চক্রটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিরামপুর ইউপির শঙ্করগঞ্জ ব্রীজের পাশ থেকে এবং ফসলি জমির ৩টি পয়েণ্ট থেকে বালু উত্তোলন ও মাটি কেটে নিয়ে বিক্রি করছে রামচন্দ্রপুর গ্রামের আমির হোসেন খোকার ছেলে রোমান ও একই এলাকার মাসুম।
অপরদিকে হরিরামপুর ইউপির যাদুর বাজারে দুটি পয়েন্ট থেকে ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়া এবং ভূগর্ভস্থ বালু তুলছে ক্রোড়গাছা গ্রামের পিতা আবুল হোসেন সরকারের ছেলে সাইদুল হক সরকার ও একই এলাকার দুদু হাজির ছেলে সাইফুল শেখ।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন হলো এ অঞ্চলের আবাদী জমিগুলো নির্বিচারে কর্তন করা হচ্ছে। অথচ কেউ দেখার ও বলার নাই। প্রয়োগ নাই আইন কানুনের। এতে পরিস্কার বোঝা যায় ম্যানেজ প্রক্রিয়ায় এসব মাটি কর্তন ও বালু উত্তোলন চলমান রয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম আব্দুল্যা বিন শফিক জানান, তিনি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় উক্ত স্থানে একজন তহসিলদার কে পাঠানো হচ্ছে এবং ভূমি আইন লংঙ্ঘণকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনকে অবগত করলে তিনিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত স্থানগুলোতে কয়েকদিন যাবৎ ভেকু ও মেশিন দিয়ে নির্বিচারে মাটি কাটা ও বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার পরেও স্থানীয় সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের নিরব ভূমিকা পালনের ফলে রংপুর বিভাগীয় কমিশনার ও গাইবান্ধা জেলা প্রশাসকের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ।