সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর নরসিংদী জেলার মাধবদীতে দেখা মিলেছে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির। তবে মাধবদীতে যে সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তাতে অস্বস্তি কাটেনি, বরং বেড়েছে। মাধবদীর সামান্য বৃষ্টি জনমনে অস্বস্তি বাড়িয়েছে। চারদিকে গুমোট ও ভ্যাপসা ভাব বিরাজ করছে।
শুক্রবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন, সেইসঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও শিল্পাঞ্চল মাধবদীতে কমেনি গরম। বরং মেঘলা আকাশে অসহ্য ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের অস্বস্তি থেকে রেহাই পাচ্ছেনা জনসাধারণ। ৯জুন শুক্রবার ভোর থেকেই মেঘলা আকাশ, মেঘাচ্ছন্নতার পাশাপাশি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু বাতাস না থাকায় গুমোট গরম আরও যেন বেড়েছে। মাধবদী পৌর শহরের গরুর হাট মোড়ের রিকসা চালক দুলাল মিয়া, বাসস্ট্যান্ডের দিনমজুর লিটন মিয়া, রাইন ওকে মার্কেটের ভ্যান চালক মোঃ সোলেমান ও মোঃ খলিল বলেন, ভোর থেকে আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে কিন্ত গরম কমছেনা। গুমোট ও ভ্যাপসা গরমে ঘামে শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। ঝুম বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবেনা বলেও শংকা তাদের। মাধবদীতে সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি জনমনে অস্বস্তি বাড়িয়েছে। চারদিকে গুমোট ও ভ্যাপসা গরম ভাব বিরাজ করছে। এর কারণ প্রসঙ্গে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালের ডাক্তার রায়হান আমির বলেন, অন্তত তিন কারণে অস্বস্তি বেড়েছে। প্রথম কারণ হলো, যে প্রচন্ড তাপ সৃষ্টি হয়েছিল, তা দূর করতে মাধবদীতে পর্যাপ্ত বৃষ্টি এখনও হয়নি। দ্বিতীয় কারণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। এতে অস্বস্তি বেড়েছে। তৃতীয় কারণ হলো, আকাশ মেঘলা থাকার কারণে ভূ-পৃষ্ঠের তপ্ত হাওয়া বেরিয়ে যেতে পারছে না। তিনি আরো বলেছেন, আজ বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়লে তাতে জনসাধারণের মাঝে স্বস্তির ভাব আসতে পারে কিছুটা। দেশে টানা তাপপ্রবাহের মধ্যে তপ্ত আবহাওয়ায় দেশের সবখানেই তীব্র গরমে অস্থির হয়ে উঠেছিল জনজীবন। এর মধ্যে বিদ্যুতের লোড শেডিংয়ে পরিস্থিতি হয়ে উঠে আরো অসহনীয়। ঘরে-বাইরে দিনে ও রাতে সমান ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।