সবুজবাংলা২৪ডটকম, ময়মনসিংহ : জামালপুরের শরিফপুর রানা গাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর রানাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোবাহান আলীর ছেলে জয়নাল (৪২), ফয়েজ উদ্দিনের ছেলে শাহেদ আলী (৫৫), মৃত ছদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪১) ও ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৪২)। নিহত চারজনের বাড়ি সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া এলাকায়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ বলেন, ‘ময়মনসিংহগামী একটি ট্রাক জামালপুরমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ ও সোলায়মান নামের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত তিন জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয়নাল ও শাহেদ নামের আরও দুজনের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’