সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২৩ উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সোমবার সকল সাড়ে ১০ উপজেলা প্রশাসন ও সুশীলনে যৌথ উদ্যোগে র্যালী বের হয়ে দাকোপ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিৎ রায়, যুবউন্নয় কর্মকর্তা আমজাদ হোসেন, দাকোপ উপজেলা লজিকের কোডিনেটর পরিমল কর্মকার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ উপজেলা সুশীলনের প্রজেক্ট ম্যানেজার শংকর কুমার দাস, উপজেলা কোডিনেটর সাধন সরকার, ফিল্ড ফ্যাসিলেটর সুলতা রানী, হুমাইয়ারা সাবরিনা শান্তা, সহ বিভিন্ন দপ্তরের প্রতি নিধিগন সহ সাংবাদিক বৃন্দ।