• সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে সরকারের অবাধ নির্বাচনের ওয়াদা পূরণ হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক : / ৫ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আওয়ামী লীগ সরকারের যে ওয়াদা, তা গাজীপুরে প্রতিফলিত হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ‘গণতন্ত্রের বিজয়’ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘গাজীপুরের নির্বাচনে মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জেতাতে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন এবং হয়েছে; যা সারা দেশে প্রশংসিত হয়েছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’
‘এই নির্বাচনে একটি বিষয় পরিষ্কারÍমির্জা ফখরুলসহ বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছেÍএই সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারে না, করবে না, সেটা গাজীপুরে ভুল প্রমাণ হয়েছে। শেখ হাসিনা ওয়াদা করলে তা তিনি পূরণ করেন। নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে কি জিতেছে, তার চেয়ে বড় কথা, এই নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে।’
আগামীতে চারটি সিটি নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন একইভাবে অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে দি ইকোনোমিস্টের প্রতিবেদনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেখানে বলা হয়েছে, ক্ষমতায় তিনি (শেখ হাসিনা) দীর্ঘদিন আছেন বলে বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি অনেক বেড়েছে এবং দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজ সারা দুনিয়া প্রশংসা করে। আর দেশের একটি মহল দিন-রাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়। তাকে হত্যার হুমকি দেয়। এতে বাংলাদেশের মানুষ কষ্ট পায়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে তোমাদের (বিএনপি) ভোট কমে যাবে। আরও কমে যাবে। তলানিতে গিয়ে ঠেকবে।
দলের কেউ খারাপ কাজ করলে তাকে সংশোধিত হয়ে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনের দিকে খেয়াল রেখে নিজেকে পরিচালিত করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছয়টি জন্মদিনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি ফখরুলকে জিজ্ঞাসা করি, আপনাদের নেত্রীর জন্মতারিখ কয়টা? আগে ছিল পাঁচটা। করোনা টেস্টে আরও একটা বেড়েছে। একটা মানুষের ছয়টা জন্মদিবস! যে দলের প্রধানের একাধিক জন্মতারিখ, সেই মিথ্যাবাদী দলের ক্ষমতায় আসার কোনো অধিকার নেই। তারা ১৫ আগস্টে মিথ্যা জন্মদিন পালন করে!’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহেমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেনÍদলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category