সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপ খুলনা প্রতিনিধিঃ দাকোপে স্বামী পরিত্যাক্ত ভূমিহীন অসহায় নারীকে ঘরবাড়ী ভাংচুর করে ভিটে মাটিথেকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার ঘটনার সাথে জড়িত জ্যোতি প্রকাশ হালদার কে ১ নম্বর আসামীকে ৭জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট -১ নং আদালত খুলনায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানাজায়, স্বামী পরিত্যাক্ত ললিতা সাহা তাঁর কন্যা স্মৃতি সাহা কে নিয়ে পোদ্দার গঞ্জ ফেরী ঘাটসংগ্লন পানিউন্নয়ন বোডের জায়গায় ছাবড়া ঘরবেধে ২০/২৫ বছর ধরে বাস করে আসছে। সম্প্রতি এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন হওয়ায় একই এলাকার মৃত স্বপন হালদারের ছেলে জ্যোতি প্রকাশ হালদার উক্ত জায়গাটি তাদের বলে দাবীকরে।এ নিয়ে দাকোপ ইউনিয়ন পরিষদে শালিশ হলেও এই আসাহায় পরিবারটিকে কেহই উচ্ছেদ করেনি।গত ১/৪/২৪ ইং তারিখে সোমবার ভোর সাড়ে ৫ টায় জ্যোতি তার দলবল নিয়ে ললিতার বসত ঘর ভাংচুর করে এবং তাঁকে মারধর করে উচ্ছেদ করার চেষ্টা চালায়। আসহায় ললিতা নিরুপায় হয়ে ৭ই মে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলা টি আমলে নিয়ে খুলনা পানি উন্নয় বোডের সহকারী প্রকৌশলী কে বিষয় টি তদন্ত করে প্রতিবেদন প্রেরন করার নির্দেশ দেন।
এ বিষয় জ্যোতি প্রকাশ হালদার কাছে জানতে চাইলে তিনি বললেন এ টা আমাদের রেকর্ডীয় সম্পত্তি। সে মতাবেক জায়গায় দখল নেওয়ার চেষ্টা করেছি। এ বিষয় দাকোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন এভাবে অসহায় একটি পরিবার কে উচ্ছেদ করতে যাওয়া জ্যোতি প্রকাশের ঠিক হয়নি। এ বিষয় পানি উন্নয় বোডের প্রকৌশলী আশরাফুল আলম বলেন কোটের কোন আদেশ এখনো পযন্ত পাইনি। পাইলে তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করবো।