সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধায় ‘চেষ্টা’ সংগঠনের আয়োজনে পাঁচজন বীর কন্যাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য পাঁচজন বীর কন্যাকে ‘চেষ্টা’ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মো: অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘চেষ্টা’ সংগঠনের সভাপতি জনাব লায়লা নাজনীন হারুন। এছাড়া ‘চেষ্টা’ সংগঠনের সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।