সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ১ শত গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা ২টি মামলা দায়ের। আটক দুই জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত্র আনুঃ সাড়ে ৩ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এসআই বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃতে সঙ্গীয় ফোর্স নিয়ে চালনা পৌরসভার ১ নং ওয়ার্ডে খলিশা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক গাঁজা বিক্রের সময় স্থানীয় সুধাংশ রায়ের পুত্র সুজিত রায় (৪৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপর দিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রুবেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চালনা পৌরসভার ৯নং ওয়ার্ডের গৌরকার্টি গ্রামে আনুঃ রাত সাড়ে ৪ টায় মাদক গাঁজা বিক্রের সময় স্থানীয় বাত্তন দাশের পুত্র মঙ্গল দাস ( ৩৮)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় দাকোপ থানা পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-৪ ও ৫। তারিখ-০৮/০৫/২০২৩। এ বিষয় থানার এসআই বিজয় কৃষ্ণ কর্মকারের সাথে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্তের নিদের্শে ২ জনা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।