সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর: স্বাধীনতার পদক প্রাপ্ত ভাওয়াল বীর, শ্রমিক নেতা ও বীর মুক্তিযুদ্ধা, আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার বাদ মাগরিব গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর বটতলা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মো.তৌহিদুল ইসলাম দ্বীপের সভাপতিত্বে,অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এড. মহিউদ্দিন আহম্মদ সভাপতি গাছা থানা আওয়ামী লীগ,প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মো. আদম আলী সাধারণ সম্পাদক গাছা থানা আওয়ামী লীগ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মমিন উদ্দিন, সদস্য বাংলাদেশ কৃষক লীগ, জাতীয় পরিষদ, আলহাজ্ব মো. শাজাহান মিয়া, মোতাওয়াল্লী বটতলা শাহী জামে মসজিদ,মো. আব্দুল মজিদ সরকার, আহবায়ক ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. আবদুর রশিদ সদস্য সচিব ৩৩ নং ওয়ার্ড লীগ,মো. কামাল উদ্দিন, মো.আবুল হাসেম,মো.মনির হোসেন,মো.রফিক, মো.ফাহমিদুর রহমান আসিফ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া করেন মানিক নগর জামে মসজিদের ইমাম মো.মাসুম বিল্লাহ, পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।