সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ঝাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে মাধবদী শহর আওয়ামীলীগের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৪ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় মাধবদী পৌরসভা অফিস ভবনের ছাদে অনুষ্ঠিত হয়। মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু এ সময় আরো বক্তব্য রাখেন মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলহাজ্ব কামরুজ্জামান কামরুল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদরের ১নং আসন থেকে দলের মনোনয়ন চাইবো। আমিও দলীয় নেতা কর্মীদের সমর্থনে প্রার্থী হব। মনোনয়ন দিবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো। বক্তারা আগামী নির্বাচনে পরিশ্রমী নেতা আলহাজ্ব কামরুজ্জামান কামরুলকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য আহবান জানান। সভা সঞ্চালনায় ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা খান।