সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের হাট চকগৌড়ী বাজারের পশ্চিম পার্শ্বে বেলঘরিয়া মোড়ে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান (৩৫) নামের পিকআপ চালক ও হারুন অর রশীদ (৪০) দুইজনের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন।
নিহত মজিবর রহমান বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বাসিন্দা ও নিহত হারুন অর রশীদ উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সমশের আলী পুত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে চকগৌরী বাজারের পশ্চিমে দিকে বেলঘরিয়া মোড়ে পিকআপের সাথে বিপরীত মুখী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় ১৮ জনকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছার আগেই আরও একজনের মৃত্যু হয় এবং অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরও ৫/৬ জনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে এই পর্যন্ত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আর অন্যান্যদের স্বজনেরা এখনো হাসপাতালে না আসায় তাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রাকিব হোসেন।