সবুজবাংলা২৪ডটকম, ভা-ারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভা-ারিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সাংবাদিক সম্মেলনে উপজেলা আ’লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার লিখিত বক্তব্যে জানান, গত ১৭ এপ্রিল উপজেলার তেলিখালী ইউনিয়নের মির্জা বাড়িতে জেপি কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে ইফতার পূর্ব আলোচনায় বক্তারা স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মিদের নিয়ে কটুক্তি ও উস্কানীমূলক বক্তব্য প্রদান করে।
ওই বক্তব্যের প্রতিবাদে আওয়ামলী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী, গ্রামবাসী ও জেপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয়পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়। ওই দিন সন্ধ্যার পরে উপজেলা জেপি নেতা কর্মিরা একত্রিত হয়ে পৌর শহরের খাদ্য গুদাম সংলগ্ন আ’লীগ অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর সহ, আ’লীগ সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলামের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। এসময় তারা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হলেও ভান্ডারিয়া থানা পুলিশ কোন মামলা নেয়নি বলে সাংবাদিক সম্মেলনে জানান আ’লীগ সভাপতি। অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান মুঠোফোনে সাংবাদিকদের জানান, থানায় মামলা রজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপজেলা আ’লীগ সভাপতি সহ উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সহ-সভাপতি আঃ রশিদ মৃধা, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি মোঃ এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার প্রমুখ।