সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের হয়েছে। ১৯ এপ্রিল মুম্বাইয়ের বিকেসি থানায় এ মামলা দায়ের করেন বিবেক রমন নামে এক ব্যক্তি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।
মুম্বাই পুলিশ সংবাদমাধ্যমটিকে বলেনÍ বিবেক রমন নামে এক ব্যক্তি হানি সিংয়ের বিরুদ্ধে বিকেসি থানায় মামলা দায়ের করেছেন। অপহরণ, আটকে রাখা ও লাঞ্ছিত করার অভিযোগে মামলাটি করেছেন তিনি। বিবেক রমন একটি ইভেন্ট কোম্পানির মালিক।
মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ১৫ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিবেক রমন। এ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল হানি সিংয়ের। কিন্তু টাকা লেনদেনের জটিলতার কারণে এ শো বাতিল করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে হানি সিং ও তার সহযোগীরা অপহরণ করেন বিবেককে। তাকে মুম্বাইয়ের একটি হোটেলে জিম্মি করে এবং লাঞ্ছিত করা হয়।
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিবেক রমন। এ বিষয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।
বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিং। এক সময় সংগীত ক্যারিয়ারে দারুণ সময় পার করেছেন তিনি। কিন্তু মানসিক অবসাদ, মাদকাসক্তি এই সুরের ছন্দে পতন ঘটায়। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হন হানি সিং। রুপালি জগতের চাকচিক্য থেকে তাকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়ে গত কয়েক বছর কঠিন সংগ্রাম করেছেন ‘লুঙ্গি ড্যান্স’খ্যাত এই শিল্পী।
ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে হানির। গত বছর স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জনপ্রিয় এই র্যাপারের। এরপর মডেল-অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, এ সম্পর্কও ভেঙে গেছে হানির।