• সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

পলাশবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করায় মহিলাসহ ২ ইউপি সদস্যের উপর হামলা

বায়েজীদ / ১৭ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দাখিল করায় ইউপি চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় সংরক্ষিত মহিলা সদস্য সদস্য ২ ইউপি সদস্য গুরুতর আহত হয়েছে।আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটিঘটেছে ১১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ টায় পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের মোস্তফাপুর যোহা মিয়ার দোকানের সামনে।
এ ব্যাপারে আহত ইউপি সদস্য মোরশেদ আলম (৪০) বাদি হয়ে পলাশবাড়ী থানায় এজাহার দাখিল করেছেন।
মামলার বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন ১১ এপ্রিল মঙ্গলবার দিন ব্যাপি টিসিবি পন্য বিতরনে সহযোগিতা করে মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে ঢোলভাংগা আসার পথি মধ্যে মোস্তফাপুর যোহা মিয়ার খাবার হোটেলের সামনে পৌছিলে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তার নির্দেশে তার ছেলে সাগর, ভাই মাহাবুর ও উৎচ্ছল মিয়া তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় মোটরসাইকেল থাকা মোরশেদ মেম্বারকে তারা বেধরক মারপিট করে রক্তাক্ত যখম করে। তার সাথে থাকা সংরক্ষিত ইউপি সদস্য আতোয়ারা বেগমকে টানা হেচড়া করে বোরকা খুলে নেয়া হয়। পরে তাকে শ্লীলতাহানি করে বেধরক মারপিট করে।
তাদের আতœচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, এজাহার পেয়েছি দ্রুত মামলা রুজু করে আসামীদের গ্রেফতার করা হবে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন, আমি ঘটনাটি শুনেছি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ পলাশবাড়ীকে নির্দেশ দিয়েছি।
এদিকে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে আজ বুধবার এক মানববন্ধন অনুষ্টিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category