• সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : / ১৮ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
গুরুতর অসুস্থ হয়ে গত ৩ এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন তিনি।
সোমবার (১০ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গতকাল রোববার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপরই তারা হাসপাতালে একটি জরুরি বৈঠক করেন।
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যাল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।
মেডিক্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিক্যাল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে যান। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা বিষয়ে কিছু পরামর্শ দেন। এ সময় নবগঠিত চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন ডা. আবদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category