• সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজধানীর দক্ষিণখানে ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেইন কর্মসূচি

কাজি আরিফ হাসান / ২৫ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর উত্তর সিটির দক্ষিণখান থানাধীন কষাইবাজার এলাকায় ৮ এপ্রিল শনিবার আঃ জব্বার নাঈমা ফাউন্ডেশনের এর সৌজন্যে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই, এ চিকিৎসার প্রতিপাদ্য বিষয় ছিলো এলাকার অসহায় ও দরিদ্রদের ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই। প্রিমিয়ার আই হসপিটাল ও প্রিমিয়ার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আ.জব্বার নাঈমা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আ: জব্বার, ওসমান গনি (ফাউন্ডেশনের সদস্য), মো:শহিদুল্লা (ফাউন্ডেশনের সদস্য), মো:হুমায়ন আহমেদ (ফাউন্ডেশনের সদস্য)সহ ও অন্যান্য ব্যক্তিরা। উক্ত চক্ষু পরীক্ষা ও ছানি বাচাই ক্যাম্পেই পরীক্ষা করে উদ্বোধন করেন আশরাফ আলি খন্দকার (ফাউন্ডেশনের উপদেষ্টা)। উক্ত ফ্রী ক্যাম্পেনে চিকিৎসক হিসেবে ছিলেন ডা: জেসমিন খাতুন (চক্ষু বিশেষজ্ঞ)। উক্ত ফ্রী চক্ষু চিকিৎসার পাশাপাশি চোখের ছানি কি? ছানি পড়ার লক্ষণ সমুহ, ছানি রোগ কেনো হয় সে সম্পর্কে রোগীদের পরামর্শ দেয়া হয়। ফ্রী চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্পেন সকাল ১০ টায় আঃজব্বার নাঈমাটাওয়ারে (মোল্লারটেক, দক্ষিণখান) শুরু হয়ে বিরতিহীন ভাবে ৩ পর্যন্ত ফ্রী রোগী দেখার কার্যক্রম চলে বলে তথ্য জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category