সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রোমা ও রোয়াংছড়ি উপজেলার সংযোগ সড়কের মাঝামাঝি খামতাং পাড়া থেকে গুলিবিদ্ধ এসব লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসংহতি সমিতি ও জেএসএসের (সংস্কার) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসী গ্রুপ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলে আসছে। বান্দরবানসহ পার্বত্য জেলাগুলোতে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গ্রুপ ও উপ-গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে এর আগেও বিভিন্ন সময় সংঘাতের ঘটনা ঘটেছে।
বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। লাশগুলো কোন গ্রুপের তা-ও বলা যাচ্ছে না।