• সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

দাকোপে লালতীরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরন

জি এম জাকির হোসেন / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা লালতীর সীড লিমিটেড এবং উঅও এর যৌথ আয়োজনে কৃষকদের জন্য এঊঙইওঝ এ্যাপসের উপর প্রশিক্ষন কর্মশালা ও বীনা মূল্যে বীজ বিতরন করা হয়েছে। টঝঅওউ এর সার্বিক সহযোগীতায় ২ নং দাকোপ ইউনিয়নের দাকোপ ব্রীজ সংলগ্ন পশ্চিম বাজুয়া এসডিএফ ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। এ্যাপসের সহায়তায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষনে লবনাক্ত মাটি ও আবহাওয়ায় চাষাবাদ সম্পর্কিত বিস্তারিত ধারনা দেওয়া হয়। এ সময় লালতীর সীড লিমিটেড এর খুলনা বিভাগীয় ম্যানেজার জুন্নুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শামসুজ্জামান চিশতী, খুলনার রিজিওন্যাল ম্যানেজার ফখরুদ্দিন আহম্মদ, দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারন উপসহকারী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় উন্নত চাষ পদ্ধতি, আবহাওয়া পূর্বাভাস ও ফসল সম্পর্কিত সতর্ক বার্তাসহ চাষাবাদ বিষয়ক যে কোন তথ্যের প্রয়োজনে ০৯৬১১২২৩৩৬৬ যোগাযোগের জন্য বলা হয়। প্রশিক্ষন শেষে কৃষকদের মাঝে লালতীর সীড লিমিটেডের পক্ষ থেকে বিনামূল্যে লবন সহনশীল জাতের ৫ প্রকারের হাইব্রীড বীজ বিতরন করা হয়।

দাকোপের কালবগীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টা
খুলনার দাকোপের কালবগীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায় ঘটনার পর ধর্ষক এলাকা ছাড়া। ভিকটিম ও তার পরিবার সূত্রে জানা গেছে, সকালে কেউ বাড়ীতে ছিলনা। এসময় ভিকটিমকে ঘরে একা ঘুমাতে দেখে প্রতিবেশি কালাবগী গ্রামের আব্দুল আজিজ গাজীর পুত্র দেলোয়ার গাজী ভিকটিমের প্যান্ট খুলে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার খালা চলে আসলে ধর্ষক ঘর থেকে লাফ দিযে পড়ে পালিয়ে যায়। শিশু কন্যার খালা সাথে সাথে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নিমাই রায়কে জানায়। তারপর থেকে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের তোড়জোড় চলে। হতদরিদ্র পরিবারের অসহায় এ শিশু ধর্ষককে দ্রুত আইনী আওতায় আনার দাবি জানায় এলাকাবাসী। কন্যাটি বয়রা নুরজাহান বেগম সরকারি প্রাথমিক বিদ্যালযের ছাত্রী। দাকোপের কালাবগী গ্রামে তার খালার বাড়ী বেড়াতে এসে ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েক বছর পূর্বে দেলোয়ার গাজী গোয়াল ঘরে পশুর সাথে কুকীর্তি অবস্থায় ধরা পড়ে থানা পুলিশ করে মোটা অংকের অর্থ খোয়াতে হয়। এছাড়া বাগেরহাটের ফয়লায় এ এলাকার এক মেযের শ্বশুর বাড়ীতে আপত্তিকর অবস্থায় ওই মেয়ের শাশুড়ীর হাতে ধরা পড়ে। এর রিরুদ্ধ নানা অনৈতিক কর্মকান্ডের অবিযোগ রযেছে। প্রশাসনের নিকট স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category