সবুজবাংলা২৪ডটকম, বান্দরবান : বুধবার (২২ মার্চ) ভোর ৫টা ৫০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকা-ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
বলি বাজার কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, হোটেল নীলগিরি’ থেকে আগুনের সূত্রপাত। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশ্বর্বতী দোকানে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীদের ধারণা কোটি টাকার বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।