উৎসাহ ও অনুপ্রেরণা দিতে শিশুদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন মেহেরপুর পৌর মেয়র
মেহের আমজাদ
/ ২৫
Time View
Update :
বুধবার, ২২ মার্চ, ২০২৩
Share
সবুজবাংলা২৪ডটকম, মেহেরপুর : মেহেরপুর পৌরসভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন পড়াশুনার পাশাপাশি খেলা ধূলায় উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ফুটবল উপহার দিয়েছেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের তিন শিশু-কিশোর স্কুল ছাত্রকে। মঙ্গলবার দুপুরে রাধাকান্তপুর গ্রামের আর.আর.মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র সাদেকুল,তাজমুল ও ৬ষ্ট শ্রেনীর ছাত্র সজল এসে মেহেরপুর পৌরসভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে খেলার জন্য ফুটবল চাইলে মেয়র তিন ছাত্রকে ফুটবল প্রদান করেন এবং পেড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে বলেন । ৮ম শ্রেনীর ছাত্র সাদেকুল বলেন, আমরা ফুটবল খেলতে ভালোবাসি কিন্ত আমরা আমাদের ইউনিয়নের মেম্বার ও চেয়াম্যানের কাছে ফুটবল চেয়েছিলাম । ইউনিয়নে কোন ফুটবল বরাদ্দ না থাকায় আমাদের বল দিতে পারেননি। আমরা আশা নিয়ে মেহেরপুর পৌরসভার মেয়রের কাছে খেলার জন্য ফুটবল চাইলে মেয়র আমাদের বল দিয়েছে । ফুটবল পেয়ে আমরা ভিষন খুশি হয়েছি । মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,বর্তমানে ছেলেরা ফেসবুক,ইন্টারনেটের ওপর ঝুকছে এর ফলে ছেলেদের পড়াশুনা ও স্বাস্থের ক্ষতি হচ্ছে । আমি ছেলেদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলাই ফেরাতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন খেলার আয়োজন করে থাকি এবং খেলার সরঞ্জাম দিয়ে থাকি।