সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ মার্চ দুপুর ১২ টায় গাইবান্ধা জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক মন্ডল সদস্য জাপা কেন্দ্রীয় কমিটি, শাহজাহান খান আবু যুগ্ন আহ্বায়ক জেলা জাতীয় পার্টি,ইন্জিনিয়ার ময়নুল রাব্বি চৌধুরী রোমান যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি,আনারুল ইসলাম লেবু। যুগ্ন আহবায়ক জেলা জাতীয় পার্টি, মাহমুদুর রহমান মুকুল সদস্য জেলা জাতীয় পার্টি, রাকিব হাসান হাবুল সদস্য জেলা জাতীয় পাটি, রাকিবুল হাসান সুমন আহবায়ক পৌর শাখা, গাইবান্ধা। জুলফিকার সরকার লেলিন আহ্বায়ক জাতীয় যুবসংহতি জেলা শাখা, শাহিন মিয়া সদস্য সচিব। জাতীয় যুবসংহতি জেলা শাখা, এস এম বাবলু, কৃষক পাটি জেলা শাখা, কায়ুম শেখ, মাসুম মিয়া, ফেরদৌস মন্ডল। এম এস তানিজ আকন্দ সভাপতি ছাত্র সমাজ সাদুল্যাপুর উপজেলা। আমিরুল ইসলাম সভাপতি জাতীয় যুবসংহতি গোবিন্দগঞ্জ উপজেলা, মোরশেদা বেগম, রুপালি বেগম রুপালি বেগম মহিলা নেত্রীসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।