• সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : কোনো কর্তৃত্ববাদী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
সোমবার (২০ মার্চ) রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
দলীয় সরকারের অধীনে স্বাভাবিকভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, কিন্তু বর্তমান সরকার সবক্ষেত্রে দলীয়করণ করে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচনের ব্যবস্থা এমনই রাখবে নাকি কিছু পরিবর্তন করবে তা আমরা এখনো জানি না। সার্বিক অবস্থা বিবেচনা করে নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নেব।
রাজনৈতিক সংকট থেকে উত্তোরণের জন্য জাপার সুপারিশমালা আছে বলে জিএম কাদের বলেন, আমরা তা সময়মতো জানাব। সুপারিশমালা যদি গ্রহণ করার মতো পরিবেশ সৃষ্টি হয়, তবেই সুপারিশমালা দেবো।
আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য জাপার প্রচেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অনেক শক্তিশালী ও গ্রহণযোগ্য ব্যক্তিরা প্রতিদিন পার্টিতে যোগ দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category