সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গতকাল গাইবান্ধায় পৌরসভার কাউন্সিলর এর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোযা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক সংসদ ও প্রোসিডিয় সদস্য জনাব মোঃ আলহাজ্ব আব্দুর রশিদ সরকার। বিশেষ অতিথি মোঃ শাজাহান খান আবু যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির জেলা জাতীয় পার্টি গাইবান্ধা, মোঃ মাহমুদুর রহমান মুকুল সাধারণ সম্পাদক গাইবান্ধা সদর উপজেলা। উক্ত দোয়া মাহফিলে গাইবান্ধা সদর উপজেলা জাতীয় পাটির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে মত বিনিময় করেন গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ আলহাজ্ব আব্দুর রশিদ সরকার। গাইবান্ধা জেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী দ্বাদশ নির্বাচন, তাই জাতীয় পাটি এবং অঙ্গ-সংগঠনসহ সবাইকে নিয়ে সাংগঠনিক কর্মকা- শক্তিশালী করতে হবে এই প্রত্যাশা করেন। এ সমায় আরও বক্তব্য রাখেন মোঃ এস এম বাবলু সাধারণ সম্পাদক কৃষক পাটি জেলা শাখা। মোঃ জুলফিকার সরকার লেলিনা। আহবায়ক জাতীয় যুব সংহতি যুব সংহতি জেলা শাখা। মোঃ শাহিন মিয়া যুব সংহতি জেলা শাখা। মোঃ হুমায়ুন কবির জাতীয় ছাএ সমাজ আহবায়ক জেলা শাখা। আনোয়ার হোসেন ছাএ সমাজ জেলা শাখা। মোঃ মুরাদুজ্জামান মুরাদ সৌনিক পাটি গাইবান্ধা জেলা শাখা। তাজুল ইসলাম সদস্য জাতীয় পার্টি জেলা শাখা। মোঃ রকিবুল হাছান সুমন আহবায়ক পৌরকমিটি গাইবান্ধা। আব্দুল কাইম শেখ। কৃষক পাটি সদর উপজেলা গাইবান্ধা। মোঃ মাসুদ মিয়া। সাধারণ সম্পাদক বল্লমঝড় ইউনিয়ান। মোঃ ফেরদৌস মন্ডল বল্লমঝাড় ইউনিয়ন। মোঃ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক বোয়ালী ইউনিয়ন। মোঃ আজিমুদ্দি আহবায়ক গাদারি ইউনিয়ন। মোঃ মতিয়ার রহমান সভাপতি বাদিয়া খালি ইউনিয়ন। মোঃ রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক বাদিয়া খালি ইউনিয়ন শাখা। ফুলমিয়া। মোঃ পিনু মিয়া সহ ১৩ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।