• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

সুপ্রিম কোর্টের ঘটনা অনভিপ্রেত: হারুন

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আমাদের বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, সাংবাদিক ও পুলিশ আগের মতোই একসঙ্গে কাজ করবে। আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি। তবে বুধবার (১৫ মার্চ) যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমরা সে ব্যবস্থা গ্রহণ করেছি।
এদিকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল দশটা থেকে ভোট শুরুর কথা থাকলেও দুপুরের দিকে শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা তৈরি হয়। দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়ন করা হয় অতিরিক্ত পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category