সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকালী কশিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সিপিপি উপজেলা টিম লেডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি ইকবাল হোসেন, স্টিফেন হেমবরম, হিউবার্ড মনিসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সিপিপি বৃন্দ।