• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন
  • [gtranslate]

পাঁচ’শ শয্যাবিশিষ্ট আদ-দ্বীন সকিনা হাসপাতাল উদ্বোধন শনিবার

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ‘সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবা’ ব্রত নিয়ে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠিত ১১ তলা বিশিষ্ট পাঁচ’শ শয্যাবিশিষ্ট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এর শুভ উদ্বোধন আগামী শনিবার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমূখ। হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে বহির্বিভাগে ৪০ দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগামী ১১ মার্চ ২০২৩ হতে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত বহির্বিভাগে এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা, ইউরোলজি, মেডিসিন, ডায়াবেটিস, মনোরোগ, চর্ম, গর্ভকালীন ও গর্ভোত্তর, গাইনি, শিশু, ফিজিওথেরাপি সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হবে। একমাস ব্যাপী বিনামূল্যে রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন করা হবে। অপারেশনের জন্য ১১ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত রোগী বাছাই কার্যক্রম চলবে। ২০ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত অপারেশন করা হবে। গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রদান করা হবে। অন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। হাসপাতালের বহির্বিভাগের মাত্র বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ২০০ টাকায় চিকিৎসা সেবা নেওয়া যাবে। যশোর শহরের মধ্যে মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এছাড়া আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কিডনি ডায়ালাইসিস ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), হাই ডিপেন্ডন্সি ইউনিট (এইচডিইউ), নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় ৮ টি হাসপাতাল ও ৪ টি মেডিকেল কলেজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category