সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : দেশকে স্বনির্ভর করতে হলে আমাদের প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সুস্থ সবল জাতী গঠনে আমিষ এবং পুষ্টি চাহিদা পুরনে এর বিকল্প নেই। বর্তমান সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কাজে মনোনিবেশ করেছে। আমাদের চাষাবাদের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষন নিয়ে এই সকল প্রযুক্তি কাজে লাগাতে হবে। দাকোপে প্রাণী সম্পদ প্রদর্শনী -২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা শামীম আরা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুন কান্তি মন্ডল, উপপরিচালক কৃত্তিম প্রজনন স্বপন কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সফল খামারী তাপস রায়, অর্পনা কবিরাজ প্রমুখ। এবারের প্রাণী সম্পদ প্রদর্শনীতে গাভী প্রদর্শনে উপজেলায় জি এম রেজা এবং ষাড় প্রদর্শনে আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ঘুরে ঘুরে প্রদর্শনী পরিদর্শন করেন।