• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

ইরানকে সমর্থন দেবে চীন: শি জিনপিং

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানকে সমর্থন করবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে চীন সাহায্য করবে।
শি বলেন, আন্তর্জাতিক স্তরে একতরফা ইরানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, চীন তার সঙ্গে একমত নয়।
ইরানের প্রেসিডেন্ট রাইসি এখন চীন সফর করছেন। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় ইরান। গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট চীন সফর করছেন।
শি জিনপিং বলেন, পরমাণু প্রকল্প নিয়ে একটা ন্যায্য প্রস্তাব গ্রহণ করা দরকার। এ বিষয়ে ইরানের পাশে আছে চীন। ইরানের পরমাণু চুক্তি-সংক্রান্ত আলোচনায় চীন অংশ নেবে। চীন চায়, এই আলোচনা আবার শুরু হোক।
২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু, ডোনান্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন তিনি এই চুক্তি থেকে সরে আসেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আবার চুক্তিতে ফেরার আগ্রহ দেখান। তারপর আলোচনা শুরু হলেও মাঝে-মধ্যেই থমকে যাচ্ছে।
ইরান অবশ্য জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার করছে। তাদের দাবি, আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপর তারা আবার পরমাণু চুক্তি করার ব্যাপারে ভাববে।
গত সেপ্টেম্বরে ইরানের তেল বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে শি বলেন, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান ও চীন পরষ্পরকে সমর্থন ও সহযোগিতা করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category