সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : লেখক ও গবেষক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম রচিত ‘৬৪ জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভস কর্তৃক প্রকাশিত ‘৬৪ জেলার ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভস এর চেয়ারম্যান প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম জাতিভিত্তিক জাদুঘর এর উপ-পরিচালক ড. মোঃ আতাউর রহমান, চৌমুহনী সরকারী এস.এ. কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন পাঠান, সোনামুড়ী অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, জয়নাল আবেদীন চৌধূরী ও সামনা খাতুন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক কানাডা প্রবাসী আজিজুল হক চৌধূরী, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম। মূখ্য আলোচক ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক। আলোচক হিসেবে ছিলেন, হাতিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মানছুরুল হক কাসেম, সোনাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ প্রমূখ। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের শিক্ষিকা রুবাইয়া ইয়াছমিন কলি।
গ্রন্থটিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং নোয়াখালী জেলার প্রত্যেকটি উপজেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা।
এক লক্ষ ৭০ হাজার শব্দ, ১ হাজার ছবি, ৪ কালারে ৮৫০পৃষ্ঠার বইটি একটি অনন্য সাধারণ বই হিসেবে প্রকাশিত হয়, বইটির মূল্য ২২০০ টাকা নির্ধারিত হলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগারের জন্য এক হাজার টাকা দরে দেওয়া হবে বলে জানান, লেখক ও গবেষক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। এবং ভবিষ্যতেও তার এ ধরনের লেখা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।