সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁ সদরের বালুডাঙ্গা বাস টার্মিনাল মাতজী মোড়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় জেলা কার্যালয় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।
আজ ০২ ফেব্রুয়ারী দুপুরে সংগঠনের সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ও মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি পদে মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম।
সম্মেলনে বক্তারা তাদের সংগঠনের সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন কর্মকা- বিষয়ে তীব্র সমালোচনা করে জানান, আগামী ১৫’১৬’১৭ই ফেব্রুয়ারি চরমোনাই বরিশাল বার্ষিক মাহফিল সফল করার আহ্বান জানিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করেন।