সবুজবাংলা২৪ডটকম, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপ প্রেসক্লাবের ২০২৩ সালের সাধারণ পরিষদের সভা রবিবার বেলা ১১ টায় ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শিপন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোজাফফর হোসেনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন উপলক্ষে তারিখ নির্ধারনের জন্য আলোচনা ও ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য করেন সাবেক সভাপতি শচিন্দ্রনাথ মন্ডল, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, সাবেক সম্পাদক জি এম রেজা, সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায়, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ-সভাপতি কুুমারেশ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি.এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সাবেক কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দীপক সরদার, সদস্য গাজী আবুল বাশার, এস,এম মামুনুর রশিদ, সোহাগ আহমেদ, প্রবীর রায় বাপ্পী, প্রমুখ। সভায় কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি সহপাঠি এই বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে দাকোপ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা তার জন্য দোয়া করেন এবং নির্বাচিত সদস্য মজনু ফকিরের বিদেশ যাত্রা শুভ হোক এর জন্য সকল সাংবাদিক তার মঙ্গল কামনা করে দোয়া করেন।