সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গত ২৬ জানুয়ারি রাজাধানীর উত্তরে প্রবাসী আওয়ামিলীগ নেতা আব্দুল ওহাব লিটনোর (সাধারণ সম্পাদক, রাশিয়া আওয়ামীলীগ) সঙ্গে গণমাধ্যম কর্মীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আওয়ামিলীগ নেতা চলমান রাজনীতি সম্পর্কে গণমাধ্যমকে জানান, দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যা ও অস্থিতিশীল কাটিয়ে উঠতে হবে আমাদের নিজেদেরই। এ সমস্যা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে দেখা দিয়েছে। তিনি আরো বলেন, আপনারা শ্রীলঙ্কা, পাকিস্তানসহ অন্যান্য দেশের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। আর আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী, আ.লীগের সভাপতি শেখ হাসিনা অতি সুন্দরভাবে সেই সমস্যাকে ফেস করে কাটিয়ে তোলার চেষ্টা করছেন। এর পূর্বে এই ত্যাগি নেতা আব্দুল ওহাব লিটনে ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানা যায় তারই কাছ থেকে। সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এই প্রবাসি লিটন জানান, তিনি একজন সমাজসেবক এবং রাজনীতিবিদ, তিনি নিঃস্বার্থে অসহায় মানুষের পাশে থেকে নিজেকে উজাড় করে বিলিয়ে দেয়া চেষ্টা করেন।