আবু রায়হান :
সবুজবাংলা২৪ডটকম, জয়পুরহাট : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাতে মৌ মাছির কামড়ে আলী আজগর চৌধুরী (৭৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আজগর আলী পাঁচবিবি উপজেলাধীন মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃস্প্রতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিনধারা গ্রামে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে বাড়ীর পাশে মসজিদের সামনের জায়গা প্রতিদিনের মত পরিস্কার করার সময় বড়ই গাছে থাকা একটি মৌমাছির চাকে চিলে ছোঁ মারলে সঙ্গে সঙ্গে শত শত বিক্ষুব্ধ মৌমাছি উড়ে গিয়ে আলী আজগর চৌধুরীকে ছেঁকে ধরে কামড়াতে শুরু করলে
তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধোঁয়া দিয়ে তাকে উদ্ধার করে।
পরে তাকে চিকিৎসার জন্য পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহতের ভাগিনা রফিকুল ইসলাম চৌধুরী শাহিন।