• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

সুন্দরগঞ্জ প্রেস ক্লাব’র জরুরী সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন / ১৯৫ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’র জরুরী সভানুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ক্লাব কার্যালয়ে এ সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাব’র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী সরকার, বিভিন্ন পদস্থ সাইফুল ইসলম, সুমন মিয়া, ফিরোজ কবীর প্রমূখ। সভায় বিষদ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সর্ব-সম্মতিক্রমে ক্লাব’র সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক ‘প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’র নাম ঘোষণা করে ‘সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র পরিবর্তে ‘প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’ নামে গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্য একটি উপ-কমিটি গঠন করে দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ মার্চ উপজেলায় কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত হয়েছিল উক্ত ক্লাব। সে সময় আইনগত জটিলতার কারণে ‘প্রেস ক্লাব, সুন্দরঞ্জ’র স্থলে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’ নামে সংগঠনটি পরিচালিত হয়ে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category