আতাউর শাহ্ :
সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর ও পতœীতলা উপজেলার বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জেলা ও দায়েরা জজ আদালত। বৃহস্পতিবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামুঞ্জুর করে এ আদেশ দেন জেলা ও দায়েরা জজ মোঃ আবু শামীম আজাদ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২২ তারিখে জেলার পতœীতলা থানার ২৬/৪০৬ নং বিস্ফোরক দ্রব্য আইন প্যানেল কোড মামলার এজাহার নামীয় আসামিদের মধ্যে পতœীতলা থানার যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহির হোসেন শিপু (৩৫), পতœীতলা থানার যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহীন বায়জিদ রহমান (৪২), নজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোঃ রনি হোসেন (৩৫), নজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন (৩৫), নজিপুর পৌর যুবদলের সিনিয়রের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাদের(৪০), পতœীতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (৪৫)।
অপরদিকে নওগাঁর মহাদেবপুর থানার ২২ নভেম্বর ২২ তারিখের ২০/৩৭৫ নং মামলার বিস্ফোরক দ্রব্য আইনের এজাহার নামীয় আসামিদের মধ্যে মহাদেবপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম (৪৫), ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ এফ আই সবুজ(৩৭)।
তারা বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে জেলা জজ মোঃ আবু শামীম আজাদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে (পতœীতলা থানার-৬ এবং মহাদেবপুর থানার-২) ৮ জনকে নওগাঁ জেলা কারাগারে প্রেরনের আদেশ দেন।