মোঃ আসিফ :
সবুজবাংলা২৪ডটকম, শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ গাজীপুরের শ্রীপুরে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার গরুহাটা ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পৌরসভার কাচাবাজারের এক ব্যবসায়ী (গরুহাটা) ময়লার স্তুপে ময়লা ফেলতে যায়। এ সময় ময়লার স্তুপে একদিন বয়সী ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।