নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া : পিরোজপুরের ভান্ডারিয়ায় উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। রবিবার সকাল দশটায় ৬৭ নং নিজ ভা-ারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উসৎবের উদ্ধোধন করেন ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। বই বিতরণ আনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপি’র সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা, উপজেলা সমাজ সেবা অফিসার ভবানী শংকর, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি গিয়াস উদ্দিন লিটন পেশকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস জোমাদ্দার প্রমুখ।