আতাউর শাহ্ :
সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর পতœীতলায় দ্রুতগামী কোন এক গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলে পতœীতলা থানার এএসআই মোঃ রুহুল আমিন নামের এক এএসআই এর মৃত্যু হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাত পৌনে ৯ থেকে সাড়ে ৯টার দিকে থানায় রোলকল হয়। সেসময় সে থানায় উপস্থিত থেকে রোলকল করেছিল। এরপর সে কোন এক সময় থানা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। হঠাৎ করে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি উপজেলার পতœীতলা মধইল আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর নামক স্থানে রাস্তায় থানার কর্মরত এএসআই রুহুল আমিনের মরদেহ পরে আছে। তাৎক্ষণিক ভাবে তার মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে পতœীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথেই তার মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।