বিনোদন ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে টালিউডে চলছে বেশ জল্পনা কল্পনা। নতুন বছরের শুরুতে নিজেদের বিয়ের বিষয়টি যেন আরও উসকে দিলেন এই তারকা জুটি। গত শনিবার মধ্যরাতের সেলিব্রেশনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যামেরার সামনে এসে অঙ্কুশ-ঐন্দ্রিলার নাচানাচি ভক্তদের মনে প্রশ্ন তোলে। কেন? কারণ ঐন্দ্রিলার কপালে থাকা সিঁদুর। আর তা দেখামাত্রই কমেন্টবক্সে শুভেচ্ছা ও প্রশ্নের ঝড়। ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও। সবকিছু ছাপিয়ে ক্যামেরার সামনে যখন আসছিলেন তারা, সবার নজরের কেন্দ্রে জায়গা করে নিচ্ছিল ঐন্দ্রিলার সিঁদুর। নেটিজেনদের কৌতূহল, তবে কি গোপনেই বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! কবে! নাকি ভিডিও বানাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এই তারকা জুটি! কমেন্টবক্সে প্রশ্নের কোনো উত্তর যদিও এখনও দেননি তাদের কেউই।