• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]

আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।
রোববার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, আমার ভাই আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ভাইকে কারা হত্যা করেছে এখনই কিছু বলতে পারছি না। আমরা পরিবার নিয়ে আগারগাঁও তালতলা এলাকায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে। আমরা এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কারো নাম জানতে পারিনি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category